র‍্যালিতে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

বিএনপির র‍্যালিতে যোগ দিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হয়েছেন দলটির নেতাকর্মীরা।

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীতে র‌্যালি করবে দলটি। র‌্যালিটি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে শুরু হবে।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, র‍্যালিতে যোগ দিতে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের জেলা বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হচ্ছেন। ইতিমধ্যে নয়াপল্টন, কাকরাইল ও ফকিরাপুলসহ আশপাশের এলাকার অলিগলিতে নেতাকর্মীদের ভিড় চোখে পড়েছে। এ সময় কেউ কেউ আবার স্লোগান দিচ্ছেন।

বিপুলসংখ্যক নেতাকর্মীর অবস্থানের কারণে পল্টন, মালিবাগ, মতিঝিল, শাহবাগ এলাকায় ইতিমধ্যে যানজটের সৃষ্টি হয়েছে।

র‍্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।

সেখানে সমাপনী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। র‍্যালি শুরুর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হবে বলেও জানা গেছে।

এ জাতীয় আরো সংবাদ

ঢাকায় ১৮ ও ১৯ তারিখের বিক্ষোভে নেতৃত্বে দেবেন পীর সাহেব চরমোনাই ও শায়েখে চরমোনাই

আনসারুল হক

আমার নাম ‘ফজু পাগলা’ দিয়েছে জামায়াতে ইসলামী : ফজলু

আনসারুল হক

সমমনা ইসলামী দলসমূহের বৈঠক; প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত

আনসারুল হক