কাল আল আজহারে ভাষণ দিবেন ড. মুহাম্মাদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার মিসরের রাজধানী কায়রোতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিবেন। তিনি বর্তমানে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে সেখানে অবস্থান করছেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বুধবার এই নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, “প্রধান উপদেষ্টা আগামীকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিবেন।”

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আল-আজহার আল শরীফ মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ এলতায়েবের আমন্ত্রণে মিসরীয় বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিবেন।

গ্র্যান্ড ইমাম গত ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে রিটজ কালর্টন হোটেলে সাক্ষাতকালে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।

সফরকালে প্রধান উপদেষ্টা ডি-৮ অরগানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনে যোগ দিবেন, যা ডি-৮ শীর্ষ সম্মেলন নামে পরিচিত। এই সম্মেলন মিসরের রাজধানীতে ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ডেপুটি প্রেস সেক্রেটারি বলেছেন, শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ কয়েকটি ডি-৮ সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সূত্র: বাসস

এ জাতীয় আরো সংবাদ

ইজতেমার মাঠে স্মরণকালের বৃহৎ জুমা অনুষ্ঠিত

নূর নিউজ

আগে স্বাধীন ফিলিস্তিন, তারপর ইসরায়েলের স্বীকৃতি

নূর নিউজ

আবারও ৯০ দিনের ভিজিট ভিসা চালু করলো আরব আমিরাত

নূর নিউজ