সচিবালয়ে যাচ্ছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি দল

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ ঘোষণার দাবিতে সচিবালয়ে যাচ্ছেন ১৫ সদস্যের শিক্ষক প্রতিনিধি দল।

এর আগে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার মধ্যে দাবি বাস্তবায়নের ঘোষণার আল্টিমেটাম দিয়েছিল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। আল্টিমেটাম শেষ হওয়ার আগেই সচিবালয় থেকে ডাক পড়লো তাদের।

জাতীয়করণের দাবির বিষয়ে কথা বলতে সচিবালয় থেকে শিক্ষকদের একটি প্রতিনিধি দলকে ডাকার বিষয়টি নিশ্চিত করে আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামছুল আলম বলেন, আমাদের আজ দুপুর ২টা পর্যন্ত আল্টিমেটাম ছিল। তার আগেই সচিবালয় থেকে ফোন করা হয়েছে। আমাদের সচিবালয়ে যেতে বলা হয়েছে। জোহরের নামাজের পর বৈঠক হবে। আমরা ১৫ সদস্যের টিম সেখানে যাচ্ছি।

সোমবার (২৭ জানুয়ারি) দাবি বাস্তবায়নের ঘোষণার আল্টিমেটাম দিয়েছিল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি।

এ জাতীয় আরো সংবাদ

আল্লামা নোমান ফয়েজীর ইন্তেকালে কাতারস্থ আলনূর কালচারাল সেন্টারের শোক প্রকাশ

আলাউদ্দিন

ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Sufian Farabee

খাদ্য মূল্যস্ফীতি: বাংলাদেশে কমেছে সামান্য, অনেক দেশেই নিয়ন্ত্রণে

নূর নিউজ