হারিছ চৌধুরী ফাউন্ডেশন কাতার শাখার নতুন কমিটি

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব সিলেটের কানাইঘাটের সন্তান হারিস চৌধুরী বিগত ফ্যাসিস্ট সরকারের নানা নির্যাতনের শিকার হয়ে চিরতরে বিদায় নিয়েছেন। নিজ এলাকার এই ক্ষণজন্মা কৃতিসন্তানকে মানুষের হৃদয়ে চিরকাল স্মরণ করিয়ে রাখার জন্য মানবকল্যাণে গঠিত হয়েছে ‘হারিছ চৌধুরী ফাউন্ডেশন কাতার শাখা’।

সর্বসম্মতিক্রমে হাসান আহমদকে সভাপতি, সুহেল আহমদকে সহ-সভাপতি, শাহীন আহমদকে সাধারণ সম্পাদক, জাকারিয়া আহমদকে সহ-সাধারণ সম্পাদক, দিলদার হোসেনকে সহ-সধারণ সম্পাদক ও আবদুল্লাহ জাকারিয়াকে সাংগঠনিক সম্পাদক করেন কাতার শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. আমিনুল হক, সিলেট জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আহমদ নবী নোমান।, সহ- সভাপতি আবদুর রব, সহ-সভাপতি ফয়েজ আহমদ, মাস্টার সৈয়দ মাহবুব হোসেন, আবু আম্বিয়া সহ আরও অনেকে।

এ জাতীয় আরো সংবাদ

ভারত-পাকিস্তান: শক্তির প্রদর্শন না ষাঁড়ের লড়াই?

আনসারুল হক

স্বৈরাচার পতন দিবসকে দিনভর নানা আয়োজনে উদযাপন করবে ইসলামী আন্দোলন

আনসারুল হক

নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের বাড়ি করে দেওয়া হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

নূর নিউজ