ইফতারের আয়োজন করে প্রশংসায় ভাসছেন তামিল সুপারস্টার থালাপতি

পবিত্র রমজান মাস উপলক্ষে শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় চেন্নাইতে একটি ইফতার পার্টির আয়োজন করেন দক্ষিণ ভারতের তামিল ছবির সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। এই আয়োজনের জন্য তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ইফতারের সেই ছবি ভেসে বেড়াচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, থালাপতি বিজয়ের আমন্ত্রণে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং চলচ্চিত্র জগতের বেশ কিছু পরিচিত মুখ ইফতারে অংশ নিয়েছিলেন। এছাড়াও চেন্নাইয়ের ১৫টি মসজিদের ইমামরাও আমন্ত্রিত ছিলেন ওই ইফতারে। প্রায় তিন হাজার মানুষের আয়োজন রাখা হয়েছিল ইফতারে।

জানা গেছে, শুক্রবার সারাদিন রোজাও রেখেছিলেন দক্ষিণ ভারতের সুপারস্টার বিজয়। বিজয় সকলকে ‘ভ্রাতৃত্ববোধ’ দেখানোর জন্য এবং তার আমন্ত্রণে ইফতারে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান।

চেন্নাইয়ের রোয়াপেট্টাহ ওয়াইএমসিএ মাঠে আয়োজিত এই ইফতারের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অভিনেতাকেও অনেক প্রাণোচ্ছল বলে মনে হয়েছিল। অভিনেতার একটি ফ্যান পেজ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ছবিতে তাকে আমন্ত্রিত ব্যক্তিদের সাথে সৌজন্য বিনিময় করতে ও দোয়া করতে এবং ধর্মীয় রীতি মেনে তাদের সাথে ইফতার করতে দেখা গেছে।

আগামী বছর ২০২৬ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারে বিজয়ের নতুন দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)। ওই নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিজয়।

এ জাতীয় আরো সংবাদ

নির্বাচনের আগেই করোনার টিকা চান ট্রাম্প

আনসারুল হক

ভারতের এক নম্বর শত্রু পাকিস্তান নয়, বরং চীন

নূর নিউজ

ট্রাম্পের ‘আমেরিকা-ফার্স্ট’ নীতিতে বেকায়দায় পড়তে যাচ্ছে ভারত?

নূর নিউজ