দিল্লির হাতে বাংলাদেশকে তুলে দিতেই বাহাত্তরের সংবিধান : ফরহাদ মজহার

বিশিষ্ট কবি, দার্শনিক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, বাহাত্তরের সংবিধান জনগণের সংবিধান ছিল না, এটি করা হয়েছিল দিল্লির হাতে বাংলাদেশকে তুলে দেয়ার জন্য।

শনিবার (১৫ মার্চ) দুপুরে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আয়োজনে ‘জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে তরুণদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে বলেন, এই গণঅভ্যুত্থান কখনও সফল হত না যদি খালেদা জিয়া আপোষহীনভাবে আগের সরকারের বিরুদ্ধে না থাকতো।

তিনি আরও বলেন, আমাদের কথা শোনা যখন থেকে বন্ধ করে দিয়েছে তখন থেকে বিএনপির পতন শুরু হয়েছে। যারা এখনও ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, আজ হোক কাল হোক তারা হারিয়ে যাবে।

বর্তমান সরকারকে নির্বাচিত সরকার দাবি করে ফরহাদ মজহার বলেন, ড. ইউনূসকে গণঅভ্যুত্থানের মাধ্যমে বসানো হয়েছে। সেইসাথে এই সরকার রক্ত দিয়ে নির্বাচিত বলেও উল্লেখ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খানের সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তব্য রাখেন লেখক ও গবেষক বেনজীন খান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ জাতীয় আরো সংবাদ

৪১ বছর ধরে পারিশ্রমিক ছাড়া কুরআন শেখাচ্ছেন আব্দুল হান্নান

আনসারুল হক

আমন্ত্রণপত্র খালেদা জিয়া, পত্র নিয়েছেন ড. ইউনূস

নূর নিউজ

পঞ্চগড়ে কাদিয়ানীদের জাতীয় ইজতেমা বন্ধের দাবিতে দেশের শীর্ষ আলেমদের বিবৃতি

নূর নিউজ