নিউইয়র্কে মুসলিম ট্রাফিক পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মুসলিম ট্রাফিক পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্লাশিংয়ের পুলিশ একাডেমিতে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নিউইয়র্ক পুলিশের প্রধান জেসিকা টিস।

ইফতার মাহফিলে নিউইয়র্কের আলেম সমাজসহ বিভিন্ন অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইডিপি’র উদ্যোগে ট্রাফিক এনফোর্সমেন্ট ডিস্ট্রিক্ট স্থানীয় সময় বুধবার (১৯ মার্চ) এই ইফতার মাহফিলের আয়োজন করে।

এদিন নিউইয়র্কের ফ্লাশিংয়ে পুলিশ একাডেমির মিলনায়তন কানায় কানায় পূর্ণ ছিল।

এতে ট্রাফিক পুলিশের প্রধান ফিলিপ রিভেরা, পুলিশ বিভাগে বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তাদের মধ্যে সর্বোচ্চ পদধারী কমান্ডিং অফিসার ইন্সপেক্টর খন্দকার আবদুল্লাহসহ উর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রতি বছর ইফতার মাহফিল করলেও এবারের আয়োজন অনেক ব্যাপক। দেড় হাজারেরও বেশি পুলিশ, ট্রাফিক ও তাদের পরিবারের সদস্য এবং বিভিন্ন অঙ্গণের বিশিষ্টজনরা যোগ দেন।

পরে নিউইয়র্ক সিটির সার্বিক উন্নতি ও সবার মঙ্গল কামনায় মোনাজাত এবং ইফতার পরিবেশন করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ইয়েন

নূর নিউজ

প্রতিরক্ষা খাতে খরচ কমান, পেন্টাগনকে নির্দেশ ট্রাম্প প্রশাসনের

আনসারুল হক

নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশে চলন্ত গাড়ির ধাক্কা

আনসারুল হক