ভারতে ইফতারের আয়োজন করায় স্কুল শিক্ষিকা বরখাস্ত

ভারতের উত্তর প্রদেশের শিখরপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইফতার আয়োজন করায় মুসলিম অধ্যক্ষকে বরখাস্ত করেছে শিক্ষা বিভাগ। একই সঙ্গে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে উগ্র হিন্দুত্ববাদীরা।

সোমবার (১৭ মার্চ) শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইরফানা নকবি। এরপর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজরে আসে শিক্ষা বোর্ডের। তাৎক্ষণিক বহিষ্কার করা হয় এই শিক্ষিকাকে।

শিক্ষা বিভাগের দাবি, ইফতার আয়োজনের জন্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেননি প্রধান শিক্ষিকা ইরফানা। এ কারনে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে, এই ঘটনায় উচ্ছাস প্রকাশ করেছে উগ্র হিন্দুত্ববাদীদের বেশ কয়েকটি সংগঠন।

অন্যদিকে, প্রধান শিক্ষিকার বহিষ্কারের বিষয়ে নিন্দা জানিয়েছে উত্তরপ্রদেশের বিরোধীদল সমাজবাদী পার্টি।

এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তরপ্রদেশের এই ঘটনা দ্বিমুখী নীতির স্পষ্ট উদাহরণ। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানের দোহাই দিয়ে যদি ইফতার আয়োজন নিষিদ্ধ হয়, তাহলে কি একই যুক্তিতে বিদ্যালয়ে দুর্গাপূজা, সরস্বতী পূজা, কিংবা রামনবমীর আয়োজনও বন্ধ হবে?

সূত্র: মুসলিম মিরর

এ জাতীয় আরো সংবাদ

মসজিদুল হারামে বয়স্কদের তাওয়াফের জন্য বৈদ্যুতিক যান

নূর নিউজ

ইমরানের দলের সঙ্গে জোট করবে না মাওলানা ফজলুর রহমানের জমিয়ত

আনসারুল হক

আফগানিস্তানের কর্তৃত্ব নিয়ে তুরস্ক ও পাকিস্তানের দ্বন্দ্ব

নূর নিউজ