কাতারস্থ বৃহত্তর ফটিকছড়ি সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র রমজান উপলক্ষে ওয়াসিস বীচ ক্লাবে কাতারস্থ বৃহত্তর ফটিকছড়ি সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, সমিতির সভাপতি জসিম উদ্দিন ওয়াহিদির সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এরশাদুল আলম।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম।

এতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ইসমাইল মনসুর, সিনিয়র সহসভাপতি লায়ন এম মঈন উদ্দীন, উপদেষ্টা জমির উদ্দীন ও বখতিয়ার উদ্দিন চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উদযাপন কমিটির আহবায়ক জি.আর চৌধুরী এনাম, সাংগঠনিক সম্পাদক শাহেদ আলী, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রানা, আলাউদ্দিন সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ জাতীয় আরো সংবাদ

ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন মুফতি ওয়ালিউর রহমান খান

নূর নিউজ

বাড়ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

আনসারুল হক

আগামীকাল বৈশ্বিক হরতালে শামিল হওয়ার আহ্বান হেফাজতে ইসলামের

আনসারুল হক