বেফাক পরীক্ষার খাতা নজরে সানীর আবেদনের শেষ সময় ২৯ এপ্রিল

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র অধীন পরীক্ষার খাতা নজরে সানী (পুননিরীক্ষণ)-এর জন্য আবেদন করার শেষ সময় ৩০ শাওয়াল ( ২৯ এপ্রিল) পর্যন্ত।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ খবর দিয়েছে বোর্ডটি।

প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বেফাক জানায়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার খাতা নজরে সানীর আবেদন ৩০ শাওয়াল ১৪৪৬ হিজরি পর্যন্ত গ্রহণ করা হবে।

যেভাবে করবেন আবেদন

বেফাক জানায়, মাদরাসার প্যাডে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে মুহতামিম/নাযেমে তালীমাতের স্বাক্ষর ও সিল সম্বলিত আবেদন করতে হবে।

এছাড়া, কুরিয়ার সার্ভিস-যোগে আবেদনপত্র প্রেরণ করলে, পরিমাণমতো টাকা ব্যাংকে পে-অর্ডার করে, পে-অর্ডারের মূল কপি ও আবেদনপত্র একত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বেফাকের ঠিকানায় হোম ডেলিভারি দিয়ে প্রেরণ করতে হবে।

আবেদনের শর্ত

বোর্ডটি জানায়, একজন পরীক্ষার্থী সর্বোচ্চ তিন বিষয়ে আবেদন করতে পারবে। প্রত্যেক বিষয়ের জন্য মারহালার ফি-এর সমপরিমাণ টাকা বেফাক প্রধান কার্যালয়ে জমা দিতে হবে।

বি. দ্র. ফলাফল চূড়ান্ত হওয়ার পূর্বে সনদ ও নম্বরপত্র দেওয়া হয় না। তাই চলতি বছরের সাময়িক সনদ ও নম্বরপত্র উঠানো প্রয়োজন হলে জিলহজ মাস হতে যোগাযোগ করবেন।

এ জাতীয় আরো সংবাদ

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাইতুল মোকাররমে পর্দা উঠলো ইসলামী বইমেলার

নূর নিউজ

বিনিয়োগ আনতে সৌদি গেছেন সালমান এফ রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি দল!

নূর নিউজ

শিক্ষামন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের মতবিনিময়, পাঠ্যবই সংশোধনের আশ্বাস

নূর নিউজ