‘১৩০ মাদরাসা সীলগালা করে মুসলমানদের রক্তে আগুন জ্বালিয়েছে ভারত’

বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাশ করে শত শত বছরে স্মৃতি বিজড়িত মুসলিম স্থাপনা মসজিদ মাদরাসা খানকাহ সীলগালা করে তা ভেঙে গুড়িয়ে দেয়ার ভয়াবহ চক্রান্ত করছে হিন্দুত্ববাদের দোসর সন্ত্রাসী মোদী সরকার। ইতিমধ্যেই উত্তর খন্ডে পান্না জেলার শতবর্ষেরও একটি মসজিদ গুড়িয়ে দেয়া হয়েছে। গণতন্ত্রের মুখোশধারী ভারত ধর্মনিরপেক্ষতার বুলি ছাড়লেও তাদের নগ্ন চেহারা বিশ্ববাসীর সামনে এখন উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় উলামা মুভমেন্টের আমীর মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান ও মহাসচিব মাওলানা এহতেশামুল হক সাখী।

গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে জাতীয় উলামা মুভমেন্টের নেতৃদ্বয় বলেন, বিতর্কিত ওয়াকফ বিল পাশ করিয়ে মুসলমানদের সম্পদ লুটপাট করার রাষ্ট্রীয় চক্রান্ত মুসলমানদের রক্তে আগুন লাগিয়ে দিয়েছে। এই বিল বাতিল করতে হবে, নইলে গোটা উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে এবং ভারত খন্ড বিখন্ড হবে।
জাতীয় উলামা মুভমেন্ট নিরীহ মুসলমানদের স্বার্থ রক্ষায় মুসলিম বিশ্ব, ও আই সি এবং জাতিসংঘের হস্তক্ষেপের দাবী জানান।

এ জাতীয় আরো সংবাদ

পহেলা বৈশাখে তৌহিদবাদী গণসংস্কৃতির দিকে ফিরে আসুন : হেফাজতে ইসলাম

আনসারুল হক

মুসলমানদের জায়গা দখল করার পাঁয়তারা করছে মোদি সরকার: ক‌ওমি পরিষদ

আনসারুল হক

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের জন্য পীর সাহেব দেওনার দোয়া কামনা

আনসারুল হক