লন্ডনে পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা

যুক্তরাজ্যের লন্ডনে পাকিস্তানি হাইকমিশনে হামলা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) এ তথ্য জানায় জিওটিভি নিউজ।

লন্ডন থেকে মুর্তজা আলী শাহ জানান, লন্ডনে পাকিস্তানি হাইকমিশনে হামলা হয়েছে। ভারতীয়দের হামলায় দূতাবাসের জানালার কাচ ভেঙে যায়। এ ছাড়া ভবনের সাদা দেয়াল এবং হাইকমিশন ভবনের ফলকে গেরুয়া রঙ ছিটিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে সম্পত্তির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দূতাবাসের কর্মকর্তারা।

এর একদিন আগে দূতাবাসের বাইরে শত শত ভারতীয় বিক্ষোভ করে। সে সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছিল স্থানীয় পুলিশ।

এদিকে লন্ডনে পাকিস্তানি হাইকমিশনের বাইরে পাকিস্তানের সমর্থনে পাল্টা সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে ভারতের দোষারোপের কূটনীতির প্রতি নিন্দা জানানো হয়।

এ জাতীয় আরো সংবাদ

মেক্সিকোতে বার-হোটেলে বন্দুক হামলায় নিহত ১১

নূর নিউজ

আ.লীগের প্রসঙ্গ নিয়ে ভারতীয় সাংবাদিকের জিজ্ঞাসা, জবাবে যা বলল যুক্তরাষ্ট্র

নূর নিউজ

কারাবন্দী নাজিবকে রাজকীয় ক্ষমার সিদ্ধান্ত নিচ্ছে মালয়েশিয়া

নূর নিউজ