দাবি না মানলে ৩ মে নতুন কর্মসূচি দেবে হেফাজতে ইসলাম

নারী সংস্কার কমিশনের কোরআন-সুন্নাহ বিরোধী সুপারিশ ও কমিশন বাতিলসহ চার দফা দাবিতে ৩ মে মহাসমাবেশের প্রস্তুতি প্রায় শেষ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই মহাসমাবেশে ব্যাপক লোকসমাগম হবে বলে জানানো হয়েছে। চায় দফা দাবি না মানলে সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করবে সংগঠনটি।

মঙ্গলবার রাজধানীর খিলগাঁওয়ে মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বক্তব্য রাখেন। এসময় হেফাজতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাইরাল সেই ছবির পেছনের গল্প

নূর নিউজ

ডেঙ্গুর হটস্পট ঢাকার ১৭ এলাকা

আনসারুল হক

ঈদ মিছিলে মূর্তিবাদী সংস্কৃতি ঢুকিয়ে দেয়া হয়েছে : হেফাজতে ইসলাম

আনসারুল হক