আগামী ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আহুত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এনসিপি নেতৃবৃন্দ ও ছাত্র সমন্বয়কদের সাথে বৈঠক করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের নেতৃবৃন্দ৷
এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সংগ্রামী সভাপতি মাওলানা হাফেজ আলী আকবর কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম, সহ-সভাপতি মাওলানা শাহেদ জহিরি, সাংগঠনিক সম্পাদক মুফতি আমিনুল ইসলাম কাসেমী, যুগ্ম সম্পাদক মুফতি নাজমুল ইসলাম বিন নূরী, মুফতি খন্দকার কাউসার, অর্থ সম্পাদক মাওলানা আলী আশরাফ তৈয়ব প্রচার সম্পাদক, মুফতি সুলতান মাহমুদ ও মাওলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জী।
ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেহরাব হোসেন সিফাত যুগ্ম মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি, অলৃক মৃ যুগ্ন মুখ্য সংগঠক জাতীয় নাগরিক পার্টি, জুলকার নাইন সায়ের জাতীয় নাগরিক কমিটি, মাওলানা আব্দুর রাজ্জাক জাতীয় নাগরিক কমিটি, যুলফাত জাতীয় নাগরিক কমিটি, তৈয়বুর রহমান জাতীয় নাগরিক কমিটি, শামীম হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আজিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
জাতীয় নাগরিক কমিটির মুখ্য যুগ্ম সমন্বয়ক মেহরাব হোসেন সিফাত বলেন, হেফাজতের দাবির সাথে আমরা একমত পোষণ করছি৷ কোরআন সুন্নাহর বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারিনা৷ আগামী ৩ মের মহাসমাবেশে আমাদের সমর্থন ও সহযোগীতা থাকবে৷