ঢাকার শাপলা চত্বরে ২০১৩ সালে ফ্যাসিস্ট আওয়ামী সরকার কতৃক চালানো ইতিহাসের বর্বরতম নারকীয় হত্যাকান্ডের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন এবং এ সোনালী ইতিহাস দেশের জাতীয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি, বৃহত্তর ফটিকছড়ি উপজেলা হেফাজতের সহ আইন বিষয়ক সম্পাদক আহমদ ইসলামাবাদী।
আজ গণসমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এ দেশ আলেম উলামা, পীর মাশায়েখ, বুযুর্গানে দ্বীনের দেশ। এ দেশের মানুষের ঘুম ভাঙে আজানের ধ্বনিতে। যখনই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ কটাক্ষ করে তখন আলেম সমাজ জাগ্রত হয়ে মানুষ কে সতর্ক করে৷ ২০১৩ সালে যখন শাহবাগিরা প্রিয় নবীর শানে কটুক্তি, ইসলামের বিভিন্ন বিধান নিয়ে করুচিপূর্ণ মন্তব্য করে তখন তৎকালীন হেফাজত আমীর আল্লামা আহমদ শফী ও মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে ঐতিহাসিক আন্দোলন গড়ে উঠে এবং তা দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ে। ৬ এপ্রিল ঢাকা অভিমূখে সফল ঐতিহাসিক লংমার্চ করে।
পরবর্তীতে যখন ৫ মে ঢাকা অবরোধের ডাক দেয় সেখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়। সারা দেশ থেকে আসা নবীপ্রেমিক তৌহিদী জনতার উপর আওয়ামী হায়েনারা পৈশাচিক নারকীয় হত্যাকান্ড চালায়। নবীপ্রেমিকদের রক্তে ভেসে যায় শাপলা চত্বর।
৫ মে শাপলার এ সোনালী ইতিহাস দেশের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কিন্ডারগার্ডেন, কওমী আলিয়া সহ জাতীয় পাঠ্যসূচির প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত লেভেল পর্যন্ত সংযুক্তির দাবি জানান আহমদ ইসলামাবাদী।
দেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনি দাবি জানান, অনতিবিলম্বে শাপলার গণহত্যার বিচার করতে হবে এবং শাপলা নিয়ে অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কমিশন গঠনের দাবি জানান তিনি।