শাপলা ট্রাজেডিসহ সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে : জমিয়ত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অন্যতম সহ-সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সা’দী বলেছেন, মানবরচিত সকল নেজাম হটিয়ে আল্লাহর জমিনে আল্লাহর নেজাম প্রতিষ্ঠার যে মূলমন্ত্র হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহ.দিয়ে গেছেন, সেটার তাৎপর্য ও গভীরতা অনুধাবন করে জমিয়তের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ইসলামী রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং সংগঠনকে সাংগঠনিক নিয়মে ঢেলে সাজাতে হবে।

আজ সোমবার (৫ মে) ময়মনসিংহ জেলাধীন ত্রিশাল উপজেলা জমিয়তের কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী উপস্থিত নেতাকর্মীদেরকে প্রয়োজনীয় সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করে বলেছেন, আজ রক্তাক্ত ৫ই মে। ২০১৩ সালের এই দিনে পতিত স্বৈরাচার সরকার ঢাকার শাপলা চত্বরে ঈমানী দাবীদাওয়া নিয়ে জড়ো হওয়া ধর্মপ্রাণ মুসলিম জনতার ওপর রাতের আঁধারে নির্বিচারে গুলি চালায়। শাহাদাত বরণ করেন সেদিন অনেক মানুষ। লোমহর্ষক এই হত্যাযজ্ঞ আমাদেরকে এখনো কাঁদায়। অন্তর্বর্তী সরকারকে শাপলা টৃরাজেডিসহ সকল হত্যাকাণ্ডের আসামীদের সমুচিত বিচার নিশ্চিত করতে হবে।

জমিয়ত মহাসচিব তার বক্তব্যে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ওপর অতর্কিত হামলার নিন্দা জানিয়ে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন।

ত্রিশাল উপজলার শহীদ নজরুল ইসলাম অডিটোরিয়ামে উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা রূহুল আমীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সদস্য মাওলানা আব্দুল্লাহ আল-বাক্বী, করেন উপজেলা জমিয়তের যুগ্মসাধারণ সম্পাদক মাওলানা তালহা ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহিউদ্দীন।

এ জাতীয় আরো সংবাদ

মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ যেভাবে পাপের বিরুদ্ধে সাক্ষ্য দেবে

নূর নিউজ

নেক আমলের মাধ্যমে যেভাবে বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন তিন যুবক

নূর নিউজ

৯ মাসে হাফেজ হলো ছোট্ট শিশু আব্দুর রহমান

নূর নিউজ