পাকিস্তানের মসজিদে ভারতের হামলার প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

পাকিস্তানের মসজিদে ভারতের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার দুপুর বারটায় লালখান বাজার ওয়ার্ড শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা পালন করা হয়।

পরে মিছিলটি জামিয়াতুল উলুম আল ইসলামিয়া লালখান বাজার মাদরাসা থেকে চানমারী রোড, লালখান বাজার, ইস্পাহানী মোড় হয়ে টাইগারপাসসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাইগারপাসে।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দলটির চট্টগ্রাম উত্তর জেলার নেতা মাওলানা জাফর আহমদ গড়দুয়ারী, লালখান বাজার ওয়ার্ড শাখার আহ্বায়ক কাজী মুহাম্মদ আলী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালখান বাজার মাদরাসার প্রধান মুহাদ্দিস আল্লামা মুজিবুর রহমান ও সিনিয়র মহাদ্দিস মাওলানা নুরুল হক জদিদ প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

যশোর-৬ আসনে বিপুল ভোটে নৌকার প্রার্থী বিজয়ী

আনসারুল হক

রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি নেই

আনসারুল হক

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় বিপ্লবী ছাত্র-জনতাকে জমিয়তের অভিনন্দন

আনসারুল হক