আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় সরকারকে ধন্যবাদ : খেলাফত আন্দোলন

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী এক যুক্ত বিবৃতিতে ক্ষমতার অপব্যবহার, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা ও গণহত্যার দায়ে আন্দোলনকারী ছাত্র-জনতার দাবী মেনে নিয়ে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় অন্তর্বর্তীকালীন সরকারকে মোবারকবাদ জানিয়েছেন।

নেতৃত্বয় বলেন, শেখ হাসিনা বিগত ১৬ বছরে ক্ষমতায় থেকে এদেশের মানুষের উপরে সীমাহীন জুলুম নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানোর কারণে ছাত্র-জনতাসহ সর্বস্তরের জনগণ তাদেরকে চিরদিনের জন্য বর্জন করে দশ থেকে বিতাড়িত করেছে। শেখ হাসিনা সহ অপরাধে জড়িত দেশে-বিদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীরা কে কোথায় লুকিয়ে আছে খুঁজে বের করতে হবে। এবং তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। যতদিন পর্যন্ত শাপলার গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, জুলাই ২৪ এর গণহত্যা সহ সকল অপরাধের বিচার না হবে ততদিন আওয়ামী লীগের কোন রাজনৈতিক কার্যক্রম জনগণ বাংলাদেশের মাটিতে দেখতে চায় না। বর্তমান প্রজন্ম আওয়ামী লীগকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে । আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ এদেশের নেতৃত্বে আসার কোন সম্ভাবনা নেই।

নেতৃত্বয় বলেন, যারা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে শরিক হয় নাই বা সংহতি প্রকাশ করে নাই তাদেরকেও জনগণ চিহ্নিত করে রাখবে এবং আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে এর সমুচিত জবাব দিবে। নেতৃত্বয় সকল ইসলামী দলসহ দেশ প্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হয়ে দেশে ইসলামী হুকুমত তথা কুরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মহাসচিব মাওলানা ইউসু সাদেক হক্কানী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী,সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, ঢাকা মহানগর আমির মাওলানা মাহবুবুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনে শুরু থেকে সোচ্চার ছিলেন। এমনকি গতরাতেও তারা ছাত্র জনতার আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে শাহবাগে বক্তব্য দিয়েছেন। খেলাফত নেতৃবৃন্দ এ আন্দোলনকে ছাত্র জনতা ও মজলুম দেশপ্রেমীকদের বিজয় বলে আখ্যায়িত করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

আল্লামা নূর হোসাইন কাসেমীর দাফন সম্পন্ন

আনসারুল হক

রাত ১টার মধ্যে যে ১৫ জেলায় ঝড় বইতে পারে

নূর নিউজ

রমজান উপলক্ষে মদের মূল্যছাড় নিযে যা বললেন মিজানুর রহমান আজহারি

নূর নিউজ