জমিয়ত সহ-সভাপতি আব্দুল কুদ্দুস কাসেমীকে দেখতে হাসপাতালে জমিয়ত মহাসচিব

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীকে রাজধানীর আজগর আলী হাসপাতালে দেখতে যান জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

আজ রোববার (১৮ মে) বিকালে হাসপাতালে গিয়ে শারীরিক খোঁজখবর নেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

উল্লেখ্য,শনিবার (১৭ মে) গভীর রাতে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আজগর আলী হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করানো হয়েছে। বর্তমানে আজগর আলী হাসপাতালে সিসিইউতে অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধায়নে চিকিৎসা চলছে।

এ জাতীয় আরো সংবাদ

ফ্যাসিস্ট তৈরি হয় যে নির্বাচনে, তা চাই না; পিআর ভিত্তিক নির্বাচন দিন

আনসারুল হক

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ থাকবে না: চরমোনাই পীর

আনসারুল হক

পাথর লুটের ঘটনায় মুফতি ফয়জুল করীমকে জড়িয়ে প্রকৃত অপরাধীকে আড়াল করা করা হচ্ছে

আনসারুল হক