শায়েখে যাত্রাবাড়ীর হৃদয়ছোঁয়া দরস: ‘আমরা ইলম নয়, মালুমাত নিয়ে পড়ে আছি’

|| নিজস্ব প্রতিবেদক ||

গতকাল সোমবার (১৯ মে) ঢাকার বনশ্রীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুরা মাদরাসায় আগমন করেন মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান (হাফিজাহুল্লাহ)। তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়ার চেয়ারম্যান এবং মজলিসে দাওয়াতুল হকের আমিরুল উমারা।

মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা ইয়াহইয়া মাহমুদ হজরতের আগমনে গভীর আনন্দ প্রকাশ করেন এবং বলেন, “আজকের মেহমানের পরিচয় দেওয়ার যোগ্যতা আমার নেই, তিনি নিজেই নিজের পরিচায়ক।”

গভীর আলোচনা, হৃদয়স্পর্শী উপদেশ

শায়েখে যাত্রাবাড়ী দীর্ঘ প্রায় দুই ঘণ্টা উপস্থিত ছাত্র-শিক্ষকদের উদ্দেশে হৃদয়ছোঁয়া নসিহত পেশ করেন। বুখারী শরীফের প্রথম হাদিসের দরসও দেন তিনি। তাঁর দরস ও বক্তব্যে ইলম, আদব, আত্মশুদ্ধি ও উম্মাহর বর্তমান অবস্থা নিয়ে ছিল গভীর চিন্তাশীল আলোচনা। তিনি বলেন—

“পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত হলো ইলম। নামাজ, ইবাদত, জীবন গঠন—সবকিছুই ইলম ছাড়া অসম্ভব। তাই যে শেখে এবং শেখায়, হাদিস শরিফে তাকে শ্রেষ্ঠ মানুষ বলা হয়েছে।”

তিনি আরো বলেন, “আমরা ইলম শেখি না, আমরা মালুমাত চর্চা করি। অথচ ইলম আর মালুমাত এক নয়। ইলমের মূল্য আছে, মালুমাতের নেই।”

পরিচ্ছন্নতা ও আত্মশুদ্ধির গুরুত্ব

শায়েখ বলেন, “রাস্তা পরিষ্কারের এত গুরুত্ব যদি হাদিসে থাকে, তাহলে নিজের ঘর, শরীর ও আত্মাকে পবিত্র রাখা কতটা জরুরি তা কল্পনা করা যায়।” তিনি গুনাহ থেকে আত্মাকে মুক্ত রাখার জন্য উদাহরণ টেনে বলেন, “ছোট একটি বালুকণা চোখে পড়লে যেমন অস্থিরতা তৈরি হয়, তেমনই সামান্য গোনাহও আলেমদের জন্য বেশি অস্থিরতার কারণ হওয়া উচিত।”

এন্ড্রয়েড মোবাইল নিয়ে কড়া হুঁশিয়ারি

তিনি ছাত্রদের সতর্ক করে বলেন, “কোনো ছাত্র যেন এন্ড্রয়েড মোবাইল ব্যবহার না করে। বর্তমানে কেউ যদি গীবত না করে ও এন্ড্রয়েড মোবাইল না চালায়—তবে সে ‘ওলি’।”

ভুল স্লোগান ও ইলমের দৈন্যতা

তিনি সমসাময়িক কিছু ধর্মীয় স্লোগানের তীব্র সমালোচনা করেন। যেমন—“আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো” এবং “সংবিধান মোদের আল কুরআন”। তিনি বলেন, “এই ধরনের স্লোগান ইলমের অভাব থেকেই আসে। সংবিধান পরিবর্তনযোগ্য, অথচ কুরআন নয়—তাই এই স্লোগান মৌলিকভাবে ভুল।”

আকাবিরদের আদর্শ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ

তিনি দেওবন্দি আকাবিরদের পারস্পরিক সম্পর্ক ও বিনয়, উদারতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধার মনোভাবের উদাহরণ টেনে বলেন, “আমাদের আকাবিররা ছিলেন কূপ ও সমুদ্র, ডাক্তার ও কম্পাউন্ডারের মতো একে অপরকে শ্রদ্ধা করতেন। অথচ বর্তমান সময়ের আলেমগণ হিংসা, অহংকার ও অমানবিক আচরণে লিপ্ত।” তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “বাংলাদেশের আলেমগণ হিংসাপরায়ণ, পাকিস্তানের আলেম অহংকারী আর ভারতের আলেম অমানবিক—এ মন্তব্য করেছেন আমার উস্তাদ হযরত মাওলানা ইউসুফ বিননূরী রহ.”

ইমাম বুখারির শিক্ষা ও আহলে হাদিসের জন্য বার্তা

তিনি বুখারী শরীফে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” দিয়ে শুরু করার মাধ্যমে ইমাম বুখারির ফিকহি দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা করেন। বলেন, “এটি প্রমাণ করে, গায়রে সহিহ (হাসান বা যয়িফ) হাদিসও ফাজায়েল ও তারগিবের ক্ষেত্রে আমলযোগ্য।”

এ জাতীয় আরো সংবাদ

হিজরি নববর্ষ থেকে আবারও ওমরাহ শুরু

নূর নিউজ

শুরায়ি নেজামের কাছে বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর

আনসারুল হক

মহানবী সা. দুঃখ পেলে যেভাবে প্রকাশ করতেন

নূর নিউজ