ঢাবির কেন্দ্রীয় মসজিদে শুরু হচ্ছে ‘হাদিসের দরস’

পবিত্র হাদীসের জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দারসুল হাদিসের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শুরু হচ্ছে ধারাবাহিক দারসুল হাদিস কর্মসূচি। পবিত্র হাদীসের জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই আয়োজনকে নিয়মিত ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও লেখক মুসা আল হাফিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা মঞ্জুর, আরবি বিভাগের লেকচারার ইমরান হোসাইন, উর্দু বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রাব্বানী, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, এবং লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের লেকচারার আবদুস সবুর।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি নাজির আহমদ। এই দারসুল হাদীস কর্মসূচির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ হাদীস সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের সুযোগ পাবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

এ জাতীয় আরো সংবাদ

ওভারটাইম করেও বাড়তি অর্থ পান না প্রবাসীরা

আনসারুল হক

‘ওয়াকফ বিল পাসে সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে ধর্মযুদ্ধে নেমেছে ভারত’

আনসারুল হক

ডলারের ওপর চাপ কমাতে সৌদি থেকে বাকিতে জ্বালানি তেল চায় সরকার

নূর নিউজ