কুরবানির পশুর চামড়ার সর্বনিম্ন মূল্য ২ হাজার টাকা নির্ধারণের দাবি

জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে শনিবার (২৫ মে) বাদ মাগরিব চামড়াশিল্প রক্ষা কমিটির আয়োজনে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মুফতি আফজাল হুসাইন।

বৈঠকে বক্তারা সরকার কর্তৃক কুরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণের উদ্যোগকে সাধুবাদ জানান। তবে, ভারত-পাকিস্তানসহ অন্যান্য দেশের বাজারদরের সাথে সমন্বয় না করায় তারা হতাশা প্রকাশ করেন।

বক্তারা বলেন, “বিগত সরকারের আমলে পার্শ্ববর্তী একটি রাষ্ট্রকে বিশেষ সুবিধা দিতে গিয়ে দেশের চামড়াশিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়। এতে কেবল শিল্পই নয়, বরং গরিব-দুঃখীরাও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে।”

তারা আরও বলেন, এখন যেহেতু বৈষম্যমুক্ত সরকার বিদ্যমান, তাই বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে ঢাকায় চামড়ার সর্বনিম্ন মূল্য ২,০০০ টাকা এবং ঢাকার বাইরে ১,৮০০ টাকা নির্ধারণের জন্য সরকারকে পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন:
মাওলানা নাজমুল হক, মাওলানা রুহুল আমীন সাদী, মুফতি মাসুম আহমদ, মাওলানা আতাউর রহমান আতিকী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি আ ফ ম আকরাম হুসাইন, সবার খবর সম্পাদক আবদুল গাফফার, মাওলানা মামুন চৌধুরী, মুফতি সুলতান আহমদ, মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, অধ্যাপক মহব্বত হোসাইন, মুহাম্মদ সিরাজুল ইসলাম ও নূর মোহাম্মদ প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

বইমেলা এবার ১৪ দিন

নূর নিউজ

মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই আন্দোলনে আহত হৃদয়

আনসারুল হক

২০২৩ সালে যেসকল আলেমদের হারালো বাংলাদেশ

নূর নিউজ