৩০০ আসনে রিকশা প্রতীক নিয়ে প্রস্তুতি বাংলাদেশ খেলাফত মজলিসের

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ৩০০টি আসনে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করছে বাংলাদেশ খেলাফত মজলিস। এ লক্ষ্যে দলটির সাংগঠনিক বিভাগ রবিবার (১ জুন ২০২৫) কেন্দ্রীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করে। বৈঠকে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক প্রস্তুতি, মাঠপর্যায়ের কার্যক্রম এবং জনসমর্থন মূল্যায়ন করে সিদ্ধান্ত গৃহীত হয়—আগামী ২১ জুনের মধ্যে ৩০০টি আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। উল্লেখ্য, দলটি রিকশা প্রতীক নিয়ে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, “একাধিক প্রার্থী থাকলে দলীয় মনোনয়ন পাবেন তিনি, যিনি ময়দানি তৎপরতা, সাংগঠনিক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তায় এগিয়ে থাকবেন।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি প্রয়োজনীয় সংস্কার শেষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হতে পারে। তবে সেই নির্বাচন যেন কারচুপি, পেশিশক্তি ও কালোটাকার প্রভাব থেকে মুক্ত থাকে।”

তিনি জোর দিয়ে বলেন, “জনগণ আর কোনো ২০১৪, ২০১৮ কিংবা ২০২৪ সালের মত প্রহসনের নির্বাচন দেখতে চায় না। এমনকি ১/১১’র মত কোনো অস্বাভাবিক পরিস্থিতিও এই জাতি আর মেনে নেবে না। যদি আবারও যেন-তেন নির্বাচন হয়, তবে তা রাষ্ট্রকে ব্যর্থতার দিকেই ঠেলে দেবে।”

মাওলানা জালালুদ্দীন আশা প্রকাশ করেন—দেশপ্রেমিক সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ও ভয়মুক্ত নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ—যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসনাত জালালী, মাওলানা মুহাম্মাদ ফয়সাল, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা নেয়ামতুল্লাহ, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া এবং অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

উৎসবমুখর পরিবেশে শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর হবে: প্রধান উপদেষ্টা

আনসারুল হক

সরকারের ভুলের কারণে মানুষ মরছে, ধ্বংস হচ্ছে শিক্ষা : ডা. জাফরুল্লাহ

আনসারুল হক

এ মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ও সনদ দিতে হবে: মাওলানা গাজী আতাউর রহমান

আনসারুল হক