অপসংস্কৃতি রুখতে মাধবপুর উলামা পরিষদের ঐক্যবদ্ধ উদ্যোগ

মাধবপুর উলামা পরিষদ আজ সকালে মারকাজুদ তাহমিদ মিলনায়তনে আয়োজিত ঈদপুনর্মিলনী ও ত্রিবার্ষিক সাধারণ সম্মেলনে অপসংস্কৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে। এই অনুষ্ঠানে বক্তারা সমাজে নৈতিক পরিবর্তন আনার জন্য মাদকমুক্তকরণ, বেহায়াপনার বিরুদ্ধে সোচ্চারকরণ এবং সামাজিক বিশৃঙ্খলারোধে পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মাওলানা শাহ গিয়াস উদ্দীন। তিনি বলেন, “আমরা অপসংস্কৃতির বিরুদ্ধে একত্রিত, তবে আমাদের উদ্দেশ্য কারও বিরুদ্ধে হওয়া নয়। আমরা হককে তুলে ধরার জন্য কাজ করছি।”

সংগঠনের কাজকে আরও ত্বরান্বিত করার জন্য তিনি বলেন, “উলামা পরিষদকে শক্তিশালী করা ছাড়া সমাজে পরিবর্তন আনা সম্ভব নয়।”

মুফতি ওয়াজেদ আলী বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে সমাজকে আলোকিত করতে চাই। আমাদের গত সেশনে কিছু ত্রুটি ছিল, তবে আমরা এগিয়ে যাচ্ছি এবং আল্লাহর নুসরত আমাদের সঙ্গে রয়েছে।”

মাধবপুর উপজেলা উলামা পরিষদের সেক্রেটারী মাওলানা ওয়াজেদ আলী তার বক্তব্যে সবার কাছে ক্ষমা চেয়ে বলেন, “আমি সবসময় দায়িত্ব পালন করেছি এবং আগামী দিনে যারা দায়িত্বে আসবেন, তাদের সঙ্গে একে ব্রান্ড বানিয়ে কাজ করবো ইনশাল্লাহ।”

এছাড়া বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার হুসাইন, মাওলানা মারগুবুর রাহমান, মাওলানা মহিউদ্দীন সালিম এবং মাওলানা হাম্মাদ আলমগীর।

এ জাতীয় আরো সংবাদ

মুজিববর্ষে দেশের প্রতিটি ঘর আলোকিত করেছে সরকার: প্রধানমন্ত্রী

নূর নিউজ

পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশের মানুষ নির্বাচনকে গ্রহণ করবে না: গোলাম পরওয়ার

আনসারুল হক

বাংলাদেশিদের জন্য ইউরোপের আরেক দেশের দুয়ার খুলছে

নূর নিউজ