তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমানের দেশে ফিরে আসার বিষয়ে সরকারের কোনো ধরনের বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের নাগরিক। তিনি চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন। তাঁর দেশে ফেরার সিদ্ধান্ত একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়।’

বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এসময় ভারত থেকে বাংলাদেশিদের পুশ-ইন বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারত থেকে যাদের বাংলাদেশে ঢোকানো হচ্ছে, তারা সঠিক চ্যানেল অনুসরণ করছে না। অমানবিকভাবে তাদের বাংলাদেশের সীমানায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমরা ভারতের হাইকমিশনারকে জানিয়েছি এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে কথা বলেছেন।

এ জাতীয় আরো সংবাদ

নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখুন: পীর সাহেব চরমোনাই

নূর নিউজ

বাঁচতে চান হাসিনার কারাগারে নির্যাতিত আলেম ইনআমুল হাসান ফারুকী

আনসারুল হক

বাইডেন জিতলে যুক্তরাষ্ট্রের মালিক হবে চীন: ট্রাম্প

আনসারুল হক