সিংড়ায় ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী বাছাইয়ে মতামত গ্রহণ সভা অনুষ্ঠিত

মো. জাকারিয়া মাসিদ, নাটোর প্রতিনিধি:

আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৩ (সিংড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামত গ্রহণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) বেলা ১১টায় সিংড়া উপজেলা পরিষদ হলরুমে এ মতামত সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি শাহ মোস্তফা ওয়ালিউল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মোহাম্মদ নুরুন্নবী।

আলোচনাসভা শেষে উপজেলা, পৌরসভা এবং ১২টি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির দায়িত্বশীলদের অংশগ্রহণে গোপন ভোটের মাধ্যমে এমপি প্রার্থী বাছাইয়ের জন্য মতামত গ্রহণ করা হয়।

সভাটি ছিল শান্তিপূর্ণ ও সংগঠনতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত, যেখানে নেতৃবৃন্দ নির্বাচনী প্রস্তুতি ও ইসলামী আন্দোলনের আগামী দিনের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

এ জাতীয় আরো সংবাদ

সারাদেশে ঈদুল আজহায় ৯১ লাখ পশু কোরবানি

আনসারুল হক

অসম্ভবকে সম্ভব করাই বাঙালির চরিত্র: প্রধানমন্ত্রী

নূর নিউজ

কোরআনের হাফেজ ছেলেকে হারিয়ে মায়ের আহজারি

আনসারুল হক