ইরানে যুদ্ধ চাপিয়ে মানবতা ধ্বংসের খেলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল: ইসলামী ঐক্যজোট

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ঐক্যজোট। সংগঠনের নেতারা বলেছেন, যুক্তরাষ্ট্রের মদদে দখলদার ইসরায়েল বিনা উসকানিতে ইরানে বর্বর হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছে।

আজ রোববার রাজধানীর লালবাগস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী ঐক্যজোটের মজলিসে শূরার বৈঠকে নেতৃবৃন্দ বলেন, ইরানে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র-ইসরায়েল মানবতা ধ্বংসের খেলায় মেতে উঠেছে। তারা মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। এর ফলে ইরান, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন আজ রক্তাক্ত।

নেতারা অভিযোগ করেন, ইসরায়েল যখন ফিলিস্তিন ও লেবাননে গণহত্যা চালায়, তখন তথাকথিত মানবতার ধ্বজাধারীরা নিরব থাকে। কিন্তু মজলুম জাতিগুলো সামান্য প্রতিরোধ করলেই তারা আত্মরক্ষার অজুহাতে আগ্রাসন শুরু করে। এই চক্র মুসলিম বিশ্বে বারবার অস্থিতিশীলতা ও যুদ্ধ জিইয়ে রাখছে।

সভায় বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। মুসলিম জনতার ঐক্যই পারবে এই আগ্রাসন মোকাবিলা করতে।

জাতিসংঘ ও ওআইসিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান

বৈঠকে জাতিসংঘ, ওআইসি, আরবলীগ এবং বিশ্ব সম্প্রদায়কে ইরানে আগ্রাসন বন্ধ ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে আগামী শুক্রবার বাদ জুমা ঢাকায় বিক্ষোভ মিছিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ইরান ও ফিলিস্তিনে চলমান আগ্রাসনের প্রতিবাদ জানানো হবে।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের। এতে বক্তব্য রাখেন মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা যোবায়ের আহমদ, ভাইস চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমানসহ শূরার অন্যান্য নেতৃবৃন্দ।

এ জাতীয় আরো সংবাদ

বিশ্ব ইজতেমায় কে কখন বয়ান করবেন, জেনে নিন পূর্ণাঙ্গ বয়ানসূচী

নূর নিউজ

মানবতাবিরোধী অপরাধীদের বিচারে আমরা অঙ্গীকারাবদ্ধ: প্রধান উপদেষ্টা

আনসারুল হক

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলে ২৬ এপ্রিল সমাবেশ ইসলামী আন্দোলনের

আনসারুল হক