মানিকগঞ্জে ব্যবসায়ীর দাড়ি ধরে মারধর, থানায় অভিযোগ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এক কম্পিউটার ব্যবসায়ীকে দাড়ি ধরে মারধরের ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. নাসিম ভূঁইয়া (৪৫)। হামলার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী আলী আজম মানিক ঘিওর বাসস্ট্যান্ডে ‘মানিক কম্পিউটার’ নামের একটি দোকান পরিচালনা করেন। তিনি এ ঘটনায় ঘিওর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত নাসিম প্রায়ই দোকানে এসে নানা ধরনের কাজ করিয়ে পারিশ্রমিক না দিয়ে চলে যেতেন। টাকা চাইলে দোকান বন্ধ করে দেওয়া এবং ব্যবসা করতে না দেওয়ার হুমকি দিতেন তিনি।

গতকাল সোমবার (২৩ জুন) রাত ৯টার দিকে ফের দোকানে এসে জরুরি কাজ করতে বলেন নাসিম। তখন মানিক তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি মানিকের দাড়ি ধরে টানাহেঁচড়া করেন ও অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। মানিক বাধা দিলে নাসিম তাকে কিল, ঘুষি ও থাপ্পড় মারেন।

মানিকের চিৎকারে আশপাশের লোকজন ও উপস্থিত কাস্টমাররা এগিয়ে এসে তাকে রক্ষা করেন। পরে আহত অবস্থায় মানিককে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হামলার সময় নাসিম দোকানে থাকা একটি কম্পিউটার মনিটর ভাঙচুর করেন, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

আলী আজম মানিক বলেন, “নাসিম আগেও টাকা না দিয়ে কাজ করিয়েছেন। এবার টাকা চাইলে বাইরে গিয়ে কয়েকজনের সঙ্গে পরামর্শ করে এসে আমাকে মারধর করেন। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

অপরদিকে, অভিযুক্ত নাসিম ভূঁইয়া নিজেই ঘটনার দায় স্বীকার করে বলেন, “মানিক মিয়া কাজের অতিরিক্ত টাকা দাবি করলে আমি প্রতিবাদ করি। তখন তিনি আমাকে গালাগাল করলে রেগে গিয়ে আমি তাকে মারি।”

ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) কোহিনুর মিয়া জানান, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ জাতীয় আরো সংবাদ

সিলেটে কম দামে ডলার দেওয়ার কথা বলে মুক্তিযোদ্ধার টাকা ছিনতাই

নূর নিউজ

পুজোয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের খাবার দিচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ

নূর নিউজ

মাদারীপুরে স্পিডবোট-বাল্কহেডের সংঘর্ষে নিহত ২৬

আনসারুল হক