সামাজিক শৃংখলা রক্ষায় ধর্মীয় শিক্ষার বিকল্প নাই: পীর সাহেব মধুপুর

আবদুল্লাহ ফিরোজী
সাভার প্রতিনিধি

বেফাকের সহসভাপতি প্রবীণ আলেমেদ্বীন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বলেছেন, দুনিয়ার নেযাম ও ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য এবং সামাজিক শৃংখলা রক্ষায় জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাও প্রয়োজন। ধর্মীয় শিক্ষা ছাড়া সমাজ থেকে অনৈতিকতা, অশ্লীলতা ও বেহায়াপনা দূর করা সম্ভব না। কুরআন-সুন্নাহর চর্চা ও অনুসরণের অভাব হলে সমাজের সকল অঙ্গনে দুর্নীতি ও অনাচার দেখা দিবে। বিজ্ঞান ও প্রযুক্তিতে সমাজ যতই উন্নতি লাভ করুক ঈমান ও আল্লাহভীতি না থাকলে তা মানুষের ক্ষতি ও অকল্যাণে ব্যবহৃত হবে। মানুষের সকল আবিষ্কারকে অর্থপূর্ণ ও কল্যাণমুখী করার জন্যই অপরিহার্য প্রয়োজন ইলমে ওহীর চর্চা। আজ আজ ২৬ জুন বৃহস্পতিবার সাভার উপজেলার “ভাকুর্তা কাওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষাবোর্ড” -এর উদ্যোগে ৪র্থ কেন্দ্রীয় পরীক্ষায় মেধাস্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পীর সাহেব মধুপুর এসব কথা বলেন।

ভাকুর্তা উলামা পরিষদের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা জয়নুল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ’র মুহতামিম মাওলানা মহিউদ্দিন ফারুকী ও ভাকুর্তা উলামা পরিষদের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম।

স্থানীয় মোগড়াকান্দা মাদরাসা মারকাযে দ্বীন মিলনায়তনে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ডের অন্তর্ভুক্ত মাদরাসার মুহতামিম, আইম্মায়ে মাসাজিদ ও ভাকুর্তা উলামা পরিষদের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

ফেনী জেলা হেফাজত সভাপতি মাও. আবুল কাশেমের ইন্তেকালে শোক

আনসারুল হক

আমরা কুরআনী শাসন চাই : প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব মজলিস

আনসারুল হক

কাতারে নানা আয়োজনে বাংলাদেশ দূতাবাসে ৭ মার্চ পালন

আনসারুল হক