জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ঢাকায় স্থাপনের সিদ্ধান্ত সার্বভৌমত্বের জন্য হুমকি: জমিয়ত

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের (UNHRC) একটি আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত এবং সরকারদলীয় উপদেষ্টা পরিষদে তার অনুমোদন গভীর উদ্বেগজনক ও আশঙ্কাজনক। এই পদক্ষেপ বাংলাদেশের রাষ্ট্রীয় স্বাধীনতা, বিচার ব্যবস্থা ও অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের সুযোগ তৈরি করতে পারে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আজ রোববার (২৯ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

তারা বিবৃতিতে বলেন, এমন সময়ে যখন দেশের বিচার ব্যবস্থা, মানবাধিকার পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিতর্ক রয়েছে,তখন এই ধরনের সংবেদনশীল প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া জাতির জন্য দীর্ঘমেয়াদে বিপর্যয় ডেকে আনতে পারে।

নেতৃদ্বয় আরো বলেন,মানবাধিকার রক্ষা করতে হলে দেশের জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়া নিশ্চিত করুন। বিদেশি সংস্থাকে ঢুকিয়ে নয়, বরং নিজেদের শক্তি ও প্রতিষ্ঠান দিয়েই মানবাধিকার নিশ্চিত করতে হবে।

তারা সরকারের কাছে এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ

কত বয়স পেরোলে আপনি বুড়া হবেন, কী বলছে গবেষণা

নূর নিউজ

ইসলামী আন্দোলনের আমীরের সঙ্গে কল্যাণ পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নূর নিউজ

বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখবে সৌদি

নূর নিউজ