কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে মহাসমাবেশ সফল করার আহ্বান পীর সাহেব মধুপুরের

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির উদ্যোগে আগামী ১৫ নভেম্বর,রোজ শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ সোমবার বার (৩০ জুন) রাজধানীর আফতাবনগর মাদ্রাসায় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির মিটিংয়ে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আমীর পীরে কামেল আল্লামা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর প্রধান অতিথির বক্তব্যে এ মহাসমাবেশকে সফল করার জন্য দেশব্যাপী তৌহিদী জনতা, ওলামায়ে কেরাম, ছাত্র-তরুণ, ঈমানদার জনগণকে ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও জাতীয় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা রশিদ আহমাদের সভাপতিত্বে এবং জাতীয় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মুফতি ইমাদ উদ্দীন ও মুফতি আবুল কাসেম আশরাফীর পরিচালনায় বাস্তবায়ন কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি মুহাম্মদ আলী।

আরো উপস্থিত ছিলেন,মাওলানা আবদুল আউয়াল নারায়ণগঞ্জ, মাওলানা আব্দুল কাদের, মুফতি সাঈদ নুর,মুফতি সালাউদ্দীন দিলু রোড, মাওলানা লেহাজ উদ্দীন ভূঁইয়া, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি উবায়দুল্লাহ কাসেমী, মুফতি মিজানুর রহমান কাসেমী, মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মাওলানা দ্বীন মুহাম্মদ পীর সাহেব জায়গীর,মাওলানা ফয়জুল্লাহ আশরাফী, মাওলানা আহমদ উল্লাহ, মাওলানা আলী আকবর কাসেমী, মাওলানা শামসুল আরেফিন সাদী খান, মাওলানা মামুনুর রশিদ,মাওলানা হোসাইন আহমদ ইসহাকী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি শফিক সাদী, মাওলানা মাস‌উদুর রহমান আইয়ুবী, মাওলানা নাজমুল হাসান বিন নুরী,মাওলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জী, মুফতি হায়াত মাহমুদ জাকির,খালিদ সাইফুল্লাহ নোমানী ও মাওলানা আবু ইউসুফ প্রমুখ।

পীর সাহেব মধুপুর বলেন, কাদিয়ানীরা অমুসলিম। কারণ কাদিয়ানীরা হযরত মুহাম্মদ (সা.)-এর পরেও নবী আসার বিশ্বাস করে, যা স্পষ্ট কুফরি আকীদা। তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসেবে মানে। তারা কুরআন-হাদিসের বিরুদ্ধে নিজস্ব বিকৃত ব্যাখ্যা ও ধর্মমতে বিশ্বাস করে। তারা মুসলমানদের ‘কাফের’ বলে আখ্যা দেয়।

নেতৃবৃন্দ বলেন, ১৯৭৪ সালে পাকিস্তানের পার্লামেন্ট এবং বহু মুসলিম দেশের আইন অনুযায়ী কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত।বাংলাদেশেও কাদিয়ানীদের এই ভ্রান্ত ফেরকার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে।

পীর সাহেব মধুপুর কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে,ইসলাম ও মুসলমানদের নাম ব্যবহার করে তাদের প্রতারণামূলক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে, কাদিয়ানী প্রোপাগান্ডা রুখতে গণসচেতনতা গড়ে তুলতে সরকার সহ দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ

ওমরা পারনে সৌদি আরবে অবস্থান করছেন মুশফিক ও রিয়াদ

নূর নিউজ

ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি : প্রধান উপদেষ্টাকে হাসনাত

আনসারুল হক

‘নেক ও এক হওয়ার স্লোগানে’ ৩, ৪, ৫ ফেব্রুয়ারি আল্লামা মাসঊদের ইসলাহী ইজতেমা

নূর নিউজ