ছিন্নমূলদের মাঝে মৌসুমি ফল বিতরণ করবে আন-নূর হেল্পিং হ্যান্ড বাংলাদেশ

আসন্ন ৩ জুলাই (বুধবার) রাজধানী ঢাকার বিভিন্ন ফুটপাতে অবস্থানরত ছিন্নমূল মানুষের মাঝে মৌসুমি ফল ‘আম’ বিতরণ করবে স্বেচ্ছাসেবী সংগঠন আন-নূর হেল্পিং হ্যান্ড বাংলাদেশ।

সংগঠনের পরিচালক মাওলানা আনসারুল হক ইমরান জানান, ‘আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছেন, যারা মৌসুমি ফলের স্বাদ নেওয়ার সুযোগ পান না। আমরা চেষ্টা করছি সামর্থ্য অনুযায়ী এই শ্রেণির মানুষের পাশে দাঁড়াতে।’

তিনি আরও বলেন, ‘মানবিক মূল্যবোধ থেকে উৎসারিত এই উদ্যোগের মাধ্যমে আমরা সমাজের দরিদ্র ও পথবাসী মানুষদের মুখে একটু হাসি ফোটাতে চাই। ইনশাআল্লাহ, আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।’ উল্লেখ্য, আন-নূর হেল্পিং হ্যান্ড বাংলাদেশ দীর্ঘদিন ধরে পথশিশু, ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে খাদ্য, পোশাক ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণসহ নানা মানবিক কাজে নিয়োজিত রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

আনসারুল হক

সাঁতার কেটে মসজিদে যাওয়ার সেই ইমামকে নৌকা ও অর্থ সহযোগিতা

নূর নিউজ

চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

আনসারুল হক