নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অবস্থিত আন-নূর মসজিদ ও মুসলিম কমিউনিটি সেন্টারে পবিত্র মুহাররম মাস ও আশুরা উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
“মুহাররম ও আশুরা: করণীয় আমল ও বর্জনীয় কুসংস্কার” শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার, ৪ জুলাই ২০২৫, স্থানীয় সময় রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত।
- প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন —
মুফতি মিজানুর রহমান সাঈদ,
প্রতিষ্ঠাতা পরিচালক, শাইখুল হাদিস ও প্রধান মুফতি, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা। - বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন —
মুফতি মুহাম্মাদ ঈসমাইল,
প্রিন্সিপাল, আন-নূর কালচারাল সেন্টার, নিউইয়র্ক।
আলোচনা শেষে উপস্থিত মুসল্লিদের জন্য নৈশভোজের (Dinner) আয়োজন থাকবে।
অনুষ্ঠানটি পরিচালনায় থাকবেন মাওলানা মুজিবুর রহমান, ইমাম, আন-নূর মসজিদ।
স্থান: আন-নূর মুসলিম কমিউনিটি সেন্টার, ৩৭-২৮, ৭৫তম স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২।
আয়োজকদের পক্ষ থেকে সকলকে এ মহতী আয়োজনে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।