ঢাকায় জাতিসংঘের অফিস ও বিতর্কিত দূত নিয়োগে নেজামে ইসলামের প্রতিবাদ

জাতিসংঘ কর্তৃক ঢাকায় তথাকথিত মানবাধিকার কার্যালয় স্থাপন এবং একজন আত্মঘোষিত সমকামী কূটনীতিককে আবাসিক সমন্বয়ক হিসেবে বাংলাদেশে নিয়োগ দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

দলের আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী এবং মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার আজ (৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বলেন—এ ধরনের সিদ্ধান্ত দেশের সভ্যতা, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি আঘাত।

তারা বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম, মুসলিমপ্রধান রাষ্ট্র। এ দেশের জনগণ তাদের ধর্মীয় ঐতিহ্য, সামাজিক শালীনতা ও সাংস্কৃতিক স্বকীয়তার প্রশ্নে চরম স্পর্শকাতর। জাতিসংঘের এমন হঠকারী ও আগ্রাসী সিদ্ধান্ত দেশের জনগণের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা ও ক্ষোভের জন্ম দিয়েছে।”

নেজামে ইসলাম পার্টির পক্ষ থেকে দাবি করা হয়—জাতিসংঘের এই বিতর্কিত ও অগ্রহণযোগ্য পদক্ষেপ অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায়, দেশের ঈমানদার জনতা এই ষড়যন্ত্র মোকাবেলায় সোচ্চার হবে।

তারা স্পষ্ট ভাষায় বলেন, রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও ইসলামী সমাজব্যবস্থার ওপর কোনো বিদেশি হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না।

এ জাতীয় আরো সংবাদ

রাষ্ট্রকে দলের হাতিয়ারে পরিণত করা যাবে না : আ স ম রব

আলাউদ্দিন

বাংলাদেশেকে ৪ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

নূর নিউজ

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের আশ্রয় দেবে পোল্যান্ড

নূর নিউজ