সমমনা ইসলামী দলসমূহের সঙ্গে সমঝোতায় সম্মত ইসলামী ঐক্যজোট

আজ ৩রা জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় লালবাগ কার্যালয়ে সমমনা ইসলামী দলসমূহের লিয়াজো কমিটির প্রতিনিধিদের সঙ্গে ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কার ও পতিত ফ্যাসিবাদীদের বিচার, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমমনা ইসলামী দলসমূহের পক্ষ থেকে একক প্রার্থী মনোনয়নের কৌশল নিয়ে আলোচনা হয়।

সমমনা ইসলামী দলসমূহের প্রতিনিধিগণ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ইসলামী দলগুলোর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও সমঝোতা থাকা অত্যন্ত জরুরী। সেই সঙ্গে আগামী নির্বাচনে ইসলামী দলগুলো যাতে একক প্রার্থী দিতে পারে সেই চেষ্টাও অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দ বলেন, ইসলামী শক্তির বিভক্তি কেবল দূর্বলতা ডেনে আনে, আর ঐক্যের মাধ্যমে সুসম্পর্ক ও সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। তারা বলেন, ইসলামী দলগুলোর বিচ্ছিন্ন অবস্থানের কারণে ইসলামী শক্তি দিন দিন পিছিয়ে পড়ছে। তাই নীতি-আদর্শের ভিত্তিতে একক প্ল্যাটফর্মে সম্মিলিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই। তারা আরও বরেন, ইসলামী ঐক্যজোট সমমনা ইসলামী দলসমূহের এই ইতিবাচক ও সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গিকে আন্তরিকভাবে স্বাগত জানায় এবং একে ইসলামী নেতৃত্বের ঐক্য ও সমঝোতার একটি আশাব্যঞ্জক সূচনা হিসেবে অভিহিত করে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা যোবায়ের আহমদ, ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবুল কাশেম, নেজামে ইসলাম পার্টি মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত মজলিসের সিনিয়র যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হুসাইন, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতী শামসুল আলম, খেলাফত মজলিস ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক আজিজুল হক, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মুফতী আব্দুল কাইয়্যুম প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

ইতালিতে মৌসুমি ও স্পন্সর ভিসা, ভালে ও মন্দ দিক

নূর নিউজ

সংস্কারের পক্ষে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে : মুফিত ফয়জুল করীম

আনসারুল হক

শরীরে বুলেট নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন মাদরাসা ছাত্র ইমরান

আনসারুল হক