পুকুরে ডুবে মাদরাসা শিক্ষার্থী ২ ভাইয়ের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের সফিউল ইসলামের ছেলে সোহান আলী (৯) ও দবিরুল ইসলামের ছেলে সিয়াম হোসেন (১০)। তারা চাচাতো ভাই বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় একসঙ্গে পড়াশোনা করতো সিয়াম ও সোহান। দুজনের বাবা জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। শুক্রবার মাদ্রাসা ছুটি তাই বাড়িতে এসেছিল দুই ভাই। সকালে ঘুম থেকে উঠে খেলতে বের হয় দুজন। এরপর থেকেই তাদের হদিস পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্বজনেরা। তাৎক্ষণিকভাবে লাশ দুটি উদ্ধার করে তারা।

স্থানীয় শিক্ষক মোজাম্মেল হক বলেন, ‘এ পুকুরের আশপাশে কোনো নিরাপত্তা বেষ্টনি নেই। এর আগেও একবার একজন ডুবে মারা গিয়েছিল। আমরা বারবার বললেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

লাহিড়ী গ্রামের বাসিন্দা আমেনা বেগম বলেন, ‘ওই দুই শিশুর মা-বাবা তো জীবিকার তাগিদে দূরে থাকে। এ ছোট ছোট ছেলেগুলা কেমনে পুকুরে গেল?’

বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, ‘ঘটনাটি সত্য। শিশু দুটি সকালে খেলতে গিয়ে পুকুরে ডুবে যায়। কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এ জাতীয় আরো সংবাদ

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু

আনসারুল হক

বাংলাদেশে তৈরি পরিবেশবান্ধব পাট ও হোগলা পাতার পণ্য রফতানি হচ্ছে ইউরোপে

নূর নিউজ

ঢাকায় জাতিসংঘের অফিস ও বিতর্কিত দূত নিয়োগে নেজামে ইসলামের প্রতিবাদ

আনসারুল হক