টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় আসিনি। বরং জনগণের কল্যাণে সৎ ও স্বচ্ছভাবে কাজ করাই সরকারের উদ্দেশ্য।”

শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়ায় একটি মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দুটি মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ তিনটি মসজিদের নির্মাণে ব্যয় হবে প্রায় ৪০ কোটি টাকা।

এগুলো ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের অংশ।

ড. খালিদ বলেন, “সমাজের প্রতিটি সদস্য যদি ধর্মচর্চায় মনোযোগী হয়, তাহলে অপরাধপ্রবণতা অনেকটাই কমে আসবে। ধর্মীয় মূল্যবোধ মানুষকে নৈতিক ও মানবিক গুণে সমৃদ্ধ করে।”

তিনি আরও জানান, এবারের হজ ব্যবস্থাপনা ছিল অত্যন্ত সফল। হাজীদের কেউ হয়রানির শিকার হননি, সৌদি আরবেও কেউ হারিয়ে যাননি বা মারা যাননি। এবার কম খরচে কাবার কাছাকাছি স্থানে হাজীদের ঘর ভাড়া নেওয়া সম্ভব হয়েছে। এতে কিছু টাকা সাশ্রয় হয়েছে, যা হাজীরা দেশে ফেরার পর ফেরত পাবেন বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আ. আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান এবং প্রকল্প পরিচালক মো. শহীদুল আলম।

এ জাতীয় আরো সংবাদ

জুলুমবাজ সরকার গণআন্দোলনে দিশেহারা হয়ে পড়েছে

নূর নিউজ

রাজধানীর ৬৮ শতাংশ রোগীর শরীরে ভারতীয় ধরন

আনসারুল হক

উত্তরায় হামলার শিকার সেই যুগল দম্পতি নয়, যা জানালেন প্রকৃত স্ত্রী

আনসারুল হক