ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি জাগুয়ার ট্রেইনার যুদ্ধবিমান রাজস্থানের চুরু জেলায় রুটিন প্রশিক্ষণ মিশনের সময় বিধ্বস্ত হয়েছে। বুধবার দুপুরে ভানোদা গ্রামের একটি কৃষিজমিতে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। এ দুর্ঘটনায় দুই পাইলটই নিহত হয়েছেন।

বিমানবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আজ রাজস্থানের চুরু জেলার কাছে একটি জাগুয়ার ট্রেইনার যুদ্ধবিমান রুটিন প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়েছে। এতে যুদ্ধবিমানে থাকা দুই পাইলট মারাত্মক আহত হয়ে প্রাণ হারিয়েছেন। তবে দুর্ঘটনাস্থলে কোনো বেসামরিক ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাতে জানা যায়, দুপুর ১টা ২৫ মিনিটে রাজলদেশর থানার অন্তর্গত ভানোদা গ্রামের একটি মাঠে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার পরপরই উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু হয়।

আইএএফ ইতোমধ্যেই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি আদালতীয় তদন্ত কমিটি (কোর্ট অব ইনকোয়ারি) গঠন করেছে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই ভারতীয় বিমানবাহিনীর একাধিক যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছে।

গত এপ্রিল মাসে গুজরাটের জামনগরে একটি জাগুয়ার যুদ্ধবিমান নাইট মিশনের সময় বিধ্বস্ত হয়, যাতে এক পাইলট নিহত হন। মার্চে হরিয়ানার পাঁচকুলায় একটি যুদ্ধবিমান সিস্টেম ত্রুটির কারণে ভেঙে পড়ে। ফেব্রুয়ারিতে মধ্যপ্রদেশে একটি মিরাজ ২০০০ এবং গত বছরের নভেম্বরে আগ্রায় একটি মিগ-২৯ বিধ্বস্ত হয়।

এই ধারাবাহিক দুর্ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে আইএএফের যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ, প্রযুক্তিগত মান এবং প্রশিক্ষণের পদ্ধতি নিয়ে। সূত্র : দ্য হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি।

এ জাতীয় আরো সংবাদ

মক্কায় মিলল বিশাল স্বর্ণ ভাণ্ডারের সন্ধান

নূর নিউজ

টানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ভা’রতে’র সেই মন্ত্রী গ্রেফতার

নূর নিউজ

বিরল সূর্যগ্রহণ দেখবে বিশ্ব, দিন হবে রাতের মতো অন্ধকার

নূর নিউজ