শাহবাজপুরে ময়না হত্যাকাণ্ড: ইমাম ও মুয়াজ্জিন রিমান্ডে কেন?

  • আনসারুল হক ইমরান

সরাইলের শাহবাজপুরে মসজিদের ছাদে ময়নার লা’শ উদ্ধারের ঘটনায় ইমাম ও মুয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অথচ গতকাল তদন্তকারী কর্মকর্তা স্থানীয় উলামায়ে কেরামকে আশ্বস্ত করেছিলেন যে, ময়নাতদন্ত ও ডিএনএ রিপোর্ট পাওয়ার পর তাদের সংশ্লিষ্টতা না পেলে তাঁদের সম্মানের সঙ্গে মুক্তি দেওয়া হবে। সেই আশ্বাসের ২৪ ঘণ্টা না যেতেই রিমান্ডে নেয়া আমাদের কাছে বোধগম্য নয়।

আমরা আইন ও বিচারের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। তদন্তের স্বার্থে প্রশ্ন থাকতেই পারে—ইমাম-মুয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদও করা যেতে পারে। তবে রিমান্ড নিয়ে শারীরিক ও মানসিক চাপ প্রয়োগ নিরীহ মানুষের জন্য বড় রকমের হয়রানি।

এই ঘটনায় যদি কেউ প্রকৃত দোষী হয়, আইন অনুযায়ী তাঁর সর্বোচ্চ শাস্তি হোক—সেই দাবিতেই আমরা একমত। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু ইমাম ও মুয়াজ্জিনকেই কেন রিমান্ডে নেওয়া হলো? আমরা শুনছি, আরও দুইজনকে আটক করা হয়েছে—তাঁদেরকে কেন রিমান্ডে নেওয়া হয়নি?

সরাইল উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট তদন্ত কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান—বিষয়টিকে দয়া করে ঘোলাটে করবেন না। ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত নিরীহ ইমাম-মুয়াজ্জিনকে যেন কেবল সন্দেহের ভিত্তিতে আইনের মারপ্যাঁচে ফেলে শাস্তি দেওয়া না হয়, সে দিকে আপনাদের সতর্ক দৃষ্টি কামনা করছি।

আমরা সুষ্ঠু তদন্ত চাই, ময়না হ’ত্যার ন্যায়বিচার চাই।

এ জাতীয় আরো সংবাদ

বিবাহ শাদীর ব্যাপারে ইচ্ছাধীনতার দিকে ইঙ্গিত করেছে আল কুরআন

নূর নিউজ

‘১৩০ মাদরাসা সীলগালা করে মুসলমানদের রক্তে আগুন জ্বালিয়েছে ভারত’

আনসারুল হক

আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে জমিয়তের শোক প্রকাশ

আনসারুল হক