‘ঈদ মোবারক’ শিরোনামে ব্যঙ্গচিত্র: প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা

ঈদ উপলক্ষে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি ব্যঙ্গাত্মক কার্টুনে কুকুরের ছবি ব্যবহারের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পত্রিকাটির সম্পাদক, প্রকাশক ও এক গ্রাফিক্স ডিজাইনারের বিরুদ্ধে মামলা হয়েছে।

ব্যবসায়ী নজরুল ইসলাম গত ২৮ এপ্রিল ঢাকার একটি আদালতে মামলার আবেদন করেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন। আদালত মামলার তদন্তভার সিআইডিকে (অপরাধ তদন্ত বিভাগ) দিয়ে আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ৩০ মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতায় ‘ঈদ মোবারক’ শিরোনামে একটি ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়, যেখানে একটি কুকুরের হাস্যরসাত্মক ছবি ব্যবহৃত হয়। বাদীর অভিযোগ, এই কার্টুন ইসলাম ধর্মের অন্যতম পবিত্র উৎসব ঈদুল ফিতরকে অবমাননার উদ্দেশ্যে সচেতনভাবে প্রকাশ করা হয়েছে।

বাদী নজরুল ইসলামের ভাষ্যমতে, “প্রথম আলোর মতো একটি জাতীয় দৈনিক কুকুরের ছবি ব্যবহার করে ঈদের পবিত্রতা ও মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা করেছে। এটি একটি পরিকল্পিত ও ঘৃণ্য ষড়যন্ত্রের অংশ।”

মামলায় বলা হয়, “আসামিরা স্বেচ্ছায়, ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্ম এবং মুসলিম উম্মাহকে হেয় করতে এই ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছেন, যা ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হানে।”

মামলার আসামিদের মধ্যে রয়েছেন প্রথম আলো সম্পাদক, প্রকাশক এবং কার্টুনটি নির্মাণে দায়িত্বপ্রাপ্ত কনটেন্ট ও গ্রাফিক্স ডিজাইনার।

আদালতের বেঞ্চ সহকারী ইমরান হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরো সংবাদ

অক্টোবরেই চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল

নূর নিউজ

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিলো ভারত

আলাউদ্দিন

পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন: হেফাজত মহাসচিব

নূর নিউজ