১৪০০ প্রাণ ঝরে যাওয়ার বিচার কি করবে এই ইন্টেরিম সরকার?

বিবিসির সাম্প্রতিক অনুসন্ধানী রিপোর্টে প্রমাণিত হয়েছে—গত বছরের জুলাই মাসে অন্তত ১৪০০ মানুষ হ’ত্যার সরাসরি নির্দেশ দিয়েছিলেন স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনা। যদিও আমরা অনেকেই সে নির্মম হ’ত্যাকাণ্ডের জ্বলন্ত সাক্ষী, তবুও বিবিসির এই রিপোর্ট বিচার প্রক্রিয়ার জন্য একটি প্রয়োজনীয় দলিল।

কিন্তু প্রশ্ন হলো—এই ইন্টেরিম সরকার কি আদৌ বিচার করতে পারবে? নাকি পারবে না?

জুলাই আন্দোলন পরবর্তী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, তা আজ সরকারের অব্যবস্থাপনা ও দ্বিধান্বিত অবস্থানের কারণে ভেঙে পড়ছে। একমাত্র হাসানাত আব্দুল্লাহ ছাড়া বাকি ছাত্র সমন্বয়কারীদের মধ্যে দায়বদ্ধতার স্পষ্ট অভাব দেখা যাচ্ছে। তাদের গাছাড়া ভাব, চুপচাপ থাকা কিংবা ধোঁয়াশার আশ্রয় নেওয়া রহস্যময় আচরণ বিচারপ্রক্রিয়ার প্রতি আস্থাহীনতা তৈরি করছে।

আমরা আর এমন কোনও ‘চেতনা’ চাই না, যা মুক্তিযুদ্ধের মতো মহৎ দর্শনকে ব্যবসা কিংবা রাজনৈতিক ফায়দা তোলার সস্তা হাতিয়ারে পরিণত করে।

আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হোক। দোষী যে-ই হোক, যে অবস্থানেই থাকুক, তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। কালক্ষেপণের কোনও অবকাশ নেই। দয়া করে জনগণের ধৈর্যের পরীক্ষা নেবেন না।

এই জাতি সবকিছু মেনে নিতে পারে—কিন্তু অন্যায়ের সাথে আপোষ ও ন্যায়ের প্রতি অবমাননা তারা কখনোই মেনে নেবে না ইনশাআল্লাহ।

আনছারুল হক ইমরান
সম্পাদক, নূর নিউজ ২৪

এ জাতীয় আরো সংবাদ

কাতারে আল নূরের রমজান মাসব্যাপী ৩ কার্যক্রমের উদ্বোধন

আনসারুল হক

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ঢাকায় স্থাপনের সিদ্ধান্ত সার্বভৌমত্বের জন্য হুমকি: জমিয়ত

আনসারুল হক

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের আগে মোদি-ট্রাম্প ফোনালাপ

আনসারুল হক