মিটফোর্ডে প্রকাশ্যে পাথর মেরে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং মসজিদের ইমামের ওপর সন্ত্রাসী হামলাসহ দেশজুড়ে চাঁদাবাজি ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী ঐক্যজোট।
আজ বাদ আছর গাজীপুরের চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভোগড়া বাইপাসে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্যজোট গাজীপুর মহানগরের সদস্য সচিব মাওলানা মুখলেসুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন মহানগর নেতা মাওলানা মিনহাজুর রহমান।
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মাওলানা আমির হোসেন, বাসন থানা সভাপতি মুফতি ওমর ফারুক, ছাত্রনেতা মাওলানা শেখ সাব্বির, এনসিপি নেতা মাওলানা রেদোয়ানুর হক মন্ডল, ছাত্র খেলাফত নেতা মাওলানা মাহফুজুর রহমান, হাফেজ জামিল হাসান প্রমুখ।
নেতারা বলেন, “মিটফোর্ডে পাথর দিয়ে হত্যার যে বর্বরতা ঘটেছে, তা জাহিলিয়াত যুগকেও হার মানায়। জাতি এরকম নৃশংসতা দেখতে চায়নি।”
তারা আরও বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে এ দেশের মানুষ রক্ত দিয়েছে একটি ন্যায্য, মানবিক ও নিরাপদ রাষ্ট্র গঠনের প্রত্যাশায়— নতুন করে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য দেখার জন্য নয়।”
নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারকে এই অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।