চাঁদপুরে মসজিদে খতিবের ওপর হামলার বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ

চাঁদপুরে মসজিদের খতিব মাওলানা আ ন ম নূর রহমান মাদানীর ওপর হামলা এবং ঢাকার পুরান ঢাকায় ব্যবসায়ী মো. সোহাগকে পাথর দিয়ে হত্যা করার ঘটনার প্রতিবাদে জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।

শনিবার বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমির চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সময় শহরের সাধারণ শিক্ষার্থীরাও আলাদা বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “সারাদেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাস বেড়েই চলেছে। রাস্তায় মানুষকে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে, মসজিদে ঢুকে খতিবকে হত্যা চেষ্টাও হচ্ছে। এ অবস্থা বরদাশত করা যায় না। দোষীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে, না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাহ হোসাইন মিয়াজী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান মিয়া, এবং উপজেলা আমির অ্যাডভোকেট শাহাজাহান খান প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

তজুমদ্দিনে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণমিছিল

আনসারুল হক

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সহধর্মিনীর ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের গভীর শোক

আনসারুল হক

দেশের উত্তর-পূর্ব দিকে বৃষ্টির আভাস

Sufian Farabee