মুসলিম কৃষককে কুপিয়ে গুরুতর জখম, হিন্দু পরিবারের ৫ জনের বিরুদ্ধে অভিযোগ

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন ভোলা প্রতিনিধি

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাহারকান্দি গ্রামে জমি ও পানি নিষ্কাশন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোঃ জাফর (৪৫) নামে এক মুসলিম কৃষককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে হিন্দু সম্প্রদায়ভুক্ত একটি পরিবারের বিরুদ্ধে।

আহত মোঃ জাফর মাহারকান্দি এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ জাফরের সুপারি বাগানের পাশেই অভিযুক্ত রাধা কৃষ্ণের বসতভিটা ও জমি অবস্থিত। কিছুদিন আগে জাফর মিয়া তার বাগানে সার প্রয়োগ করেন। কিন্তু রাধা কৃষ্ণের জমি তুলনামূলক উঁচু হওয়ায় সেখানকার জমে থাকা পানি জাফরের জমি দিয়ে প্রবাহিত হলে সার ধুয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে জাফর পানি নিষ্কাশনের পথটি বন্ধ করে দেন। এই ঘটনাকে কেন্দ্র করেই রাধা কৃষ্ণ ও তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, গত ১১ জুলাই সকাল ১০টার দিকে রাধা কৃষ্ণ, শ্রী কৃষ্ণ এবং তিনজন নারী সদস্য—বিরোলা, শিখা ও কাজলী—সশস্ত্রভাবে একত্রিত হয়ে মোঃ জাফরের ওপর হামলা চালান। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করেন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
১৩ জুলাই ২০২৫ তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে ভুক্তভোগী মোঃ জাফর তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, এলাকার প্রভাবশালী ব্যক্তি মোঃ কামাল মিয়া এই ঘটনার মীমাংসার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেননি বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি।

এ জাতীয় আরো সংবাদ

ইসলামের পক্ষে বৃহত্তর ঐক্যের জন্য আমরা কাজ করছি: চরমোনাই পীর

আনসারুল হক

মহানবী অন্ধকার যুগের অবসান ঘটিয়ে জ্বেলেছেন চিরসত্যের আলো

নূর নিউজ

অচিরেই সব রায় বাংলায় দেওয়া হবে : প্রধান বিচারপতি

আলাউদ্দিন