ইসলাম ধর্ম গ্রহণ করলেন কেনিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী

কেনিয়ার জনপ্রিয় গসপেল সংগীতশিল্পী ও ডিজে কেজ (আসল নাম: কেজিয়া জিরোনো) ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ১১ জুলাই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি ও তার কন্যা ইসলামী পোশাকে থাকা একটি ছবি শেয়ার করে জানান, “আলহামদুলিল্লাহ! আমরা আমাদের শাহাদাহ গ্রহণ করেছি। এটি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর নতুন অধ্যায়। আমি এখন একজন মুসলিম।’

ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে জিয়াহ, এবং তার মেয়ের নাম লিয়ানা।

ডিজে কেজ দীর্ঘদিন ধরে গসপেল সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন এবং চার্চে ধর্মীয় সংগীত পরিবেশন করতেন। তবে তার জীবনে একাধিক চড়াই-উতরাইয়ের সময় ১৭ বছর বয়সে ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হন এবং এরপর চার্চ থেকে বহিষ্কৃত হন। এর ফলে তিনি ধর্ম থেকে দূরে সরে গিয়ে সেক্যুলার সংগীত পরিবেশন শুরু করেন। ২০২০ সালে আবার গসপেল সংগীতে ফিরে এলেও শেষ পর্যন্ত ইসলামই তার আধ্যাত্মিক জীবনের ঠিকানা হয়ে ওঠে।

এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘ঈশ্বরের সঙ্গে আমার পথচলা চার্চে শুরু হয়নি এবং চার্চেই তা শেষ হয়নি… ইসলামের পথে আমার যাত্রা আকস্মিক নয়। এটি পবিত্র, এটি সত্য এবং এটি আমার নিজস্ব সিদ্ধান্ত।’

ডিজে কেজের ইসলাম গ্রহণ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং অনেক অনুসারী তাকে শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন।

তথ্যসূত্র : তুকো ডটসিও ডটকেই

এ জাতীয় আরো সংবাদ

মুমিনের নতুন বছরের প্রথম রাত যেমন হবে

নূর নিউজ

মুসল্লিদের ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া বারণ যে কারণে

নূর নিউজ

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কিভাবে হয়েছিল?

নূর নিউজ