গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোট (আইওজে)-এর মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী।
আজ ১৬ জুলাই বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, গোপালগঞ্জ জেলায় এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে পতিত ফ্যাসিবাদের দোসররাই হামলা চালিয়েছে। এই হামলা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির ওপর সরাসরি আঘাত। আমরা এই ন্যাক্কারজনক স*ন্ত্রা*সী হামলার তীব্র নিন্দা জানাই এবং অতিদ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টামূলক শা*স্তির দাবি জানাই।
তিনি আরও বলেন, স্বাধীন দেশের প্রতিটি ইঞ্চিতে ‘আমাদের অধিকার’, তাহলে রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা কেন? এই ঘটনার দায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এড়াতে পারে না। হামলাস্থলে তাদের কার্যকর তৎপরতা লক্ষ করা যায়নি, যা অত্যন্ত উদ্বেগজনক।
বিবৃতিতে তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের দমন-পীড়ন করে এনসিপি বা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিতে দমিয়ে রাখা যাবে না। সরকারকে গোপালগঞ্জসহ বাংলাদেশের সর্বত্র আইন-শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে হবে।