নারায়ণগঞ্জের শহীদ মিনারে ইসলামী ঐক্যজোটের মহাসমাবেশ অনুষ্ঠিত

ইসলামী রাষ্ট্র কায়েমের লক্ষ্যে, সকল হত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন, দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ প্রকাশ ও কার্যকর করা এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে ইসলামী ঐক্যজোট নারায়ণগঞ্জ জেলা আয়োজিত এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

মাওলানা জাকির হোসাইন কাসেমীর সভাপতিত্বে মুফতী সালমান রফিকীর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির দা.বা. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মাওলানা আবু তাহের জিহাদী।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী।

ইসলামী ঐক্যজোট নারায়নগঞ্জ জেলা সহ সভাপতি মাওলানা আলী আহমাদ সহ আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় পরিষদের সদস্য মাওলানা মুঈনউদ্দীন, খেলাফত মজলিস নারায়নগঞ্জ জেলার জয়েন্ট সেক্রেটারি মুফতী শেখ শাব্বির, ইসলামী ঐক্যজোট সোনারগাঁও থানা সভাপতি মুফতী শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউসুফ মাহমুদ প্রমুখ।

বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, ইসলামি রাষ্ট্রব্যবস্থা কায়েম ছাড়া জাতির মুক্তি নেই। তারা অবিলম্বে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে “জুলাই সনদ” কার্যকর করার দাবি জানান।

এ জাতীয় আরো সংবাদ

কাতারে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে কূটনীতিক ও প্রবাসীদের সংবর্ধনা

আনসারুল হক

স্বাগত, হে মাহে রমজান

আনসারুল হক

ইরাকে নারীপাচার: দেশে ফিরতে চান নির্যাতিতা

আনসারুল হক