দক্ষিণ কোরিয়ায় ইসলামের বাতিঘর মুফতি আব্দুল ওয়াহাব ইন্তেকাল করেছেন

দক্ষিণ কোরিয়ায় ইসলামের খেদমতে নিবেদিতপ্রাণ এক মহান আলেম, গবেষক ও দাঈ মুফতি আব্দুল ওয়াহাব যাহিদ হক রহ. আজ (শনিবার) জিয়নজু শহরে ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে প্রবাসী মুসলিম কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

শায়খ আব্দুল ওয়াহাব রহ. ছিলেন সিরিয়ার মাটিতে জন্মগ্রহণকারী এক মহৎ মনীষী, যিনি আল-আযহারসহ বিশ্বের বিভিন্ন ইসলামী শিক্ষাকেন্দ্রে উচ্চতর জ্ঞান অর্জন করে, দীর্ঘ দশক ধরে দক্ষিণ কোরিয়ায় ইসলামের আলো ছড়িয়ে গেছেন। তাঁর দাওয়াহ ও খেদমতের মাধ্যমে হাজারো কোরিয়ান নাগরিক ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছেন।

তিনি কোরিয়ার জিয়নজু মসজিদের ইমাম ও খতিব হিসেবে বহু বছর দায়িত্ব পালন করেছেন। তাঁর জ্ঞানগর্ভ আলোচনা, হৃদয়ছোঁয়া নসিহত ও সদালাপী চরিত্র তাকে মুসলিম-অমুসলিম নির্বিশেষে সবার মাঝে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।

বিশিষ্ট দাঈ মুফতি ফয়জুল্লাহ আমান কাসেমী বলেন, “আজ আমরা হারালাম আমাদের এক অভিভাবক, যিনি ছিলেন আলো, ছায়া ও সান্ত্বনার নাম।”

শায়খ রহ. কোরিয়ান ভাষায় বহু ইসলামি গ্রন্থ রচনা করেছেন, যা আজও ইসলামের দাওয়াহ ও শিক্ষা বিস্তারে অমূল্য সম্পদ হয়ে আছে। তাঁর জীবনকর্ম নিঃসন্দেহে একটি বিশাল সদকায়ে জারিয়া।

  • জানাজা তথ্য:
    স্থান: জিয়নজু মসজিদ
    সময়: আগামীকাল রোববার, দুপুর ১টা

এ জাতীয় আরো সংবাদ

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ৬৬৬০ বিদেশি নিহত

নূর নিউজ

৩০ দিনের এতেকাফে বাংলাদেশে আসছেন শায়েখ ইবরাহীম আফ্রিকী

আনসারুল হক

ক্যামেরুনে যেভাবে কষ্ট করে কুরআন শেখেন শিশুরা

নূর নিউজ