আওয়ামী লীগ হলো শাহী চাঁদাবাজ আর বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ: মুফতি ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “আওয়ামী লীগ হলো শাহী চাঁদাবাজ, আর বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ। তারা মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, টেম্পোস্ট্যান্ডে যায়। আমরা চাঁদাবাজমুক্ত দেশ চাই।”

রোববার বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভারত-বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, “কাঁটাতারের বেড়া আসল বিষয় নয়, পার্থক্য আদর্শ আর নীতির। এ দেশ মুসলমানদের দেশ—এটাই বড় পার্থক্য। ইসলামকে যদি নষ্ট করা যায়, তাহলে সিকিমের মতো কিছু চাটুকার আর দালালের মাধ্যমে এ দেশও একদিন দখল করে নেওয়া হবে। ভারত যে মানচিত্র প্রকাশ করেছে, সেখানে বাংলাদেশকে ভারতের ভেতরে দেখানো হয়েছে। এজন্য সবাইকে সতর্ক হতে হবে।”

তিনি আরও বলেন, “দেশ দুই নম্বর নেতার কাছে থাকলে এক নম্বর হতে পারে না। জীবনে অনেকবার লাঙল, নৌকা, ধানের শীষ পরীক্ষা করেছেন। একবার হাতপাখাকে পরীক্ষা করে দেখুন না। ওরা বারবার ফেল করেছে। আমরা একবার ফেল করলে আর পরীক্ষার হলে যাব না।”

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীনে। বক্তব্য রাখেন যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি, ইসলামী আন্দোলনের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।

এ জাতীয় আরো সংবাদ

কোভিডে দেশে আরো ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৯৬০, সুস্থ ১৭৩১

আনসারুল হক

‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ঢাবিতে ‌জুতা নিক্ষেপ, তালিকায় যারা

আনসারুল হক

অসম্ভবকে সম্ভব করাই বাঙালির চরিত্র: প্রধানমন্ত্রী

নূর নিউজ