আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি সরকার

সৌদি সরকারের রাজকীয় গ্রান্ট থেকে বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা অর্থায়ন করা হবে। রোববার (২৭ জুলাই) সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ সাক্ষাৎকালে এ তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, “আইকনিক মসজিদ প্রকল্প দ্রুত শুরু করা হবে। ইতোমধ্যে কয়েকটি বিভাগ জমির প্রস্তাব দিয়েছে, বাকিগুলো নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ-সৌদি সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ। প্রায় ৩২ লাখ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত রয়েছেন, যারা রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”

সাক্ষাৎকালে হজ ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। ধর্ম উপদেষ্টা এ বছর হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারকে ধন্যবাদ জানান এবং আগামী বছর মিনায় ওয়াশরুম, বিদ্যুৎ ও পানির সরবরাহ বৃদ্ধি এবং তাঁবুর বিছানার সাইজ বড় করার প্রস্তাব দেন। রাষ্ট্রদূত বিষয়গুলো তাঁর দেশের সরকারকে অবহিত করার আশ্বাস দেন।

এছাড়া হজযাত্রীদের লাগেজে আরএফআইডি ট্যাগ ব্যবহার, ঢাকায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক ও হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মো. মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

আল্লামা নুরুল ইসলামের জীবন-কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নূর নিউজ

আল্লামা আহমদ শফী স্মরণে কাতারে দোয়া মাহফিল

আনসারুল হক

একই দিনে রোজা-ঈদ পালনের উপায় খোঁজার আহ্বান অযৌক্তিক : খেলাফত মহাসচিব

আনসারুল হক